সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, সকাল ৯:১৭ সময়
গাজীপুরে প্রেসক্লাবে চুরির ঘটনায় মালামালসহ চোর আটক
শেখ রাজীব হাসান,গাজীপুর প্রতিনিধি
দেশব্যাপী ঐতিহ্যবাহী ক্ষ্যাত টঙ্গী প্রেসক্লাবে দুর্র্ধষ চুরির ঘটনায় মোঃ আবু বক্কর (১৯) নামে এক যুবককে আটক করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। গ্রেফতারকৃত চোর আবু বক্কর পিরোজপুর জেলার ইন্দুরকান্ধি থানাধীন বটতলা বালিপাড়া গ্রামের মোঃ রুহুল আমিনের ছেলে। বর্তমানে তারা টঙ্গী পশ্চিম থানাধীন কাদেরিরা টেক্সটাইল মেইলের বাউন্ডারির ভিতরে ভাসমান অব¯’ায় বসবাস করছে।
গত ২২শে অক্টোবর দিবাগত রাতে প্রেসক্লাবে চুরির ঘটনা ঘটে। চুরির ঘটনায় অভিযোগের পরিপেক্ষিতে গতকাল ২৮শে অক্টোবর সকাল আনুমানিক ১১.৩০ ঘটিকার সময় টঙ্গী পশ্চিম থানার এস আই নজমুল কাদেরিরা টেক্সটাইল মেইলের বাউন্ডারির ভিতরে ভাসমান অব¯’ায় বসবাসরত আবু বক্করের বাড়ীর পিছনে আবর্জনায় বস্তা বাধা অব¯’ায় চুরি করা মালামালসহ আবু বক্করকে আটক করে। আবু বক্কর প্রেস ক্লাবের ভিতরের কক্ষে থাকা কম্পিউটার মনিটর, ছিপিও একটি এলইডি টিভি চুরিসহ প্রেসক্লাবের গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট করে।
প্রেসক্লাবের সভাপতি এম এ হায়দার সরকার বলেন, আবু বক্কর গত তিন বছর আগে ক্লাবের বয় হিসেবে কাজ করতো। করোনা কালীন সময়ে আমরা ওর পরিবারকে অনেক সহায়তা দিয়েছি। ক্লাবের সকল সদস্যরা প্রায় সময় আবু বক্করকে অনেক সহায়তা দিয়েছে আর ও এমন একটি কাজ করবে তা সিসি ক্যামেরা না থাকলে আমি নিজেও কল্পনাও করতাম না। টঙ্গী পশ্চিম থানার ওসি এমদাদুল হকের সার্বিক সহযোগীতা থাকায় দ্রæত আসামী ধরা সম্ভব হয়েছে।
এব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) ইলতুৎ মিশ বলেন, প্রত্যেকটা অপরাধী নিজেকে অনেক চালাক ভাবে কিš‘ তার পরেও তারা আইনের চোখকে ফাঁকি দিতে পারে না। তবে সিসি টিভির ফুটেজ থাকাতে চোর ধরতে তেমন কষ্ট হয়নি। গুরুত্বপূর্ণ সকল জায়গা, প্রতিষ্ঠানকে সিসি টিভির আওতায় আনলে এসকল অপ্রীতিকর ঘটনা কম ঘটবে।